১৪৭ বার পড়া হয়েছে
সময়ের অতিথিরা
–ভানিয়া অ্যাঞ্জেলোভা (বুলগেরিয়া)
Vanya Angelova (Bulgaria)
মোমবাতিতে দুটি সিলুয়েট বেড়ে ওঠে।
আমরা শেষ দিনে থেমে যাব
তোমার সাথে রাতে জ্বলজ্বলে তারায়-
অনন্ত সময়ের অতিথি।
একজন পুরুষের প্রতিচ্ছবিতে এবং একজন নারীর মুখে,
সোনালী কনট্যুরের একটি গুঁড়ো মধ্যে
আলোতে তীরের আলো ধোয়া।
তারা আমুরি ডার্টসকে ছেড়ে দিয়েছে।
মাস একই পথে চলে, যেন পৃথিবী চুমু খাচ্ছে।
গোধূলি লগ্নে একটি উদ্ধারকারী জাহাজের কথা মনে করিয়ে দেয়,
যা এক মুহূর্তের মধ্যে উদিত হবে।
রাতে ফিসফিস করে বলা ছায়া আমরা।
অন্ধকারে, কিছুই পরোয়া করে না।
মোমবাতিতে দুটি সিলুয়েট পড়ে-
অনন্ত সময়ের অতিথি।
২ Comments
সুন্দর প্রকাশে অবিচ্ছেদ্য অংশ কবিতাখানি
দারুণ উপস্থাপন ।