১২৭ বার পড়া হয়েছে
ওহীর বাহক
বি এম মোহসীন
কি আজব ফুল ফুটিল
মধ্য প্রাচ্যের আরবে,
সারা জাহান মুগ্ধ হইল
আল আমিনের গৌরবে।
পৃথিবীর আগে তোমার সৃষ্টি
সাত আসমানের পরে,
এই পৃথিবীতে পদধূলি দিলে
মা আমেনার ঘরে।
জন্মের আগে বাপ হারালে
মাও গেল জন্মের পরে,
মা হালিমার দুধ খেয়ে পর
বড় হলে দাদার ঘরে।
ধ্যান করিলে হেরার গুহায়
অনেক বছর ধরে,
আল্লাহর ওহীর বাহক হলে
চল্লিশ বছর পরে।
তোমার পরে কোন নবী
আসবে না এই ভবে,
কেয়ামত্বক সব মুসলমান
তোমার উম্মত হবে।