বিষাদের ফেরিওয়ালা
।। এবিএম সোহেল রশিদ।।
সুঁইয়ের সাথে সুতোর ছিল না কোনো রসায়ন
তাই ভাললাগাগুলো ঘটাতে পারেনি সংযোগ—
হারিয়ে গেছে স্বর্ণালি শৈশব, চড়ুইভাতির উল্লাস
প্রথম যৌবনে লুকোচুরি খেলার আনন্দ উচ্ছ্বাস
ধরতে চেয়ছি যার-ই হাত, দেয়েছে শুধু দুর্ভোগ।
প্রথম প্রেম নিরুদ্দেশ, আমি আঘাতে আঘাতে ন্যুব্জ
বুক, বিষাদের ফেরিওয়ালা; জলোচ্ছ্বাসের মত বিক্ষুব্ধ!
বিচ্ছেদের প্রাপ্তি অগ্নিকুণ্ড, পোড়ায় সঞ্চিত কান্না
‘ভালোলাগা’ ফেরারি রোদ, শিশির ভেজা সংকোচ
ছায়াহীন মানুষের প্রত্যাবর্তন! একেবারেই অবরুদ্ধ।
কোনোকিছু থাকে না থেমে, কারো একক শূন্যতায়
নতুন করে ফোটে ফুল, নতুন ভোরে পাখি গান গায়—
অচেনা আঙিনায় ভিড় করে, কাফন মোড়ানো স্মৃতি
আমি ঝরাপাতা জীবন নিয়ে মর্গে মর্গে করি অনুসন্ধান
পাষাণ ডোম কতবার, প্রথম প্রেমের বুকে ছুরি চালায়।
১ Comment
সুন্দর অনুভূতির কবিতা।