৩৪৪ বার পড়া হয়েছে
বিষাদিনী তোমাকে চাই।
সুরমা খন্দকার।
একাকীত্ব ঠিক জানে কতোটা কেঁদেছি আমি
শূন্যতাও বুঝে গেছে কত রেখেছি চেপে দীর্ঘশাস
বয়ে যাওয়া বেনোজলের যে কানামাছি
তাতে ধুয়ে মুছে যায় বিশ্বাস।
তুমি তো জানো না,
কিভাবে ভেঙেছে হৃদয়ের কূল।
কিভাবে সুখ নিবাসে লাগিয়েছি বিষন্ন বকুল…
নিরবতা, নিসঃঙ্গতার গহ্বরে
বার বার লণ্ডভণ্ড হয়ে গেছে দৃষ্টি সীমানা
মন ভাঙা ঘরে কতক প্রেমের শিরচ্ছেদ করে
বিছিয়ে দিয়েছি রক্ত জবার সেই অরুনিমা…
দশ দিগন্ত আউলা ঝাউলা বিষাদ নামুক
চাই দোর্দণ্ড খেদ।
বিষাদিনী আমি তোমার বন্ধু হবো
ওহে প্রেয়সী তোমায় নিমন্ত্রণ।
অভিমানে উত্তাল আবেগে আমি নুজ্ব্য দ্রোহ
বিষাদিনী তোমাকে চাই
তোমাকেই ভালবাসি।