১৫২ বার পড়া হয়েছে
বিষণ্ণতার রেখা
কামরুন নাহার
খানিকটা সময় ভালো
এই ভালো আর এই কালো
এটা তো আর ভালো না।
ধীরে ধীরে এগিয়ে যেতে আলোর দিকে
পথ চলার সময় শেষ করে,
তুমি আবারও একটু ওঠো আত্মবিশ্বাসী হয়ে।
নিজের পথকে সুন্দর
করো আরও বেশি সাধনা করে।
নিজের মনকে সরিয়ে
নিয়ে এসো ভালবাসার বিশালতায়।
এক নিমিষেই অনেক কিছু তোমার দোরগোড়ায়,
তপ্ত দুপুরে যেমন বিবেক অশান্ত হয়ে যায়,
ঠিক তখনই সারামনে আনন্দের অনুভূতি অনুভব
হয় যখন তোমার শীতল কণ্ঠে মধূর বাণী ছড়াও।
এমনই আবেগ লুকিয়ে আছে মায়াবী ওই চোখে
ঘুমের মধ্যে তোমার প্রতিচ্ছবি দেখে, আনমনা মন
রইলো কি আর নিজের কাছে?
১ Comment
congratulations