১৫৫ বার পড়া হয়েছে
বিষণ্ণতা
( সৈয়দা রোখসানা বেগম )
মাঝে মাঝেই বিষণ্ণতা এসে ভর করে ,
হাতড়ে বেড়াই স্বৃতিগুলো এক এক করে।
অনেক আনন্দগুলো উঁকি দিয়ে হারিয়ে যায়
কারণ, ওগুলো ক্ষণিকের ছিলো বলে !
কেন মন তখন যুদ্ধ করেনি? রুখে দাঁড়ায়নি?
কেন মায়াজালে বন্দি হয়ে ছিলো?
কষ্টগুলোও কষ্ট মনে হয়নি,
কেন বিধাতা এমন মায়ায় বেঁধে দিয়েছিলেন?
আজ সমস্ত হারিয়ে শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে
যখন পিছন ফিরে তাকাই ,
কিছুক্ষণ দেখেও আবার মুখ ফিরিয়ে নেই,
কষ্ট, আবেগ, ভালোলাগা
সবকিছুকে মূল্যহীন মনে হয় !
আমার কি তাহলে এই পথচলা?
__________
Canada