বড় তেল কোম্পানির বিশাল মুনাফা
বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা বাড়ায় হু হু করে বাড়ছে বিশ্বের অন্যতম বড় তেল কোম্পানি সৌদি আরামকোর মুনাফা। বছরের দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরামকোর নিট আয় ২৮৮ শতাংশ বেড়ে হয়েছে ২৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
করোনা সংক্রমণ প্রতিরোধে গত বছর দেশে দেশে বিধিনিষেধ আরোপ ছিল। তবে এ বছর সেই বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে। মানুষের চলাচল বেড়েছে। বেড়েছে জ্বালানি তেলের চাহিদা। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৩০ শতাংশ। বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৭০ ডলারের কাছাকাছি।
সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের এক বিবৃতিতে বলেন, ‘আমাদের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল বিশ্বব্যাপী জ্বালানি চাহিদার শক্তিশালী প্রত্যাবর্তনকে প্রতিফলিত করে। আমরা ২০২১ সালে আরও স্থিতিস্থাপক ও নমনীয় হয়ে উঠছি। কারণ, বিশ্বব্যাপী পুনরুদ্ধারের গতি বাড়ছে।’
তবে কেবল সৌদি আরামকোই নয়, জ্বালানি তেলের চাহিদা বাড়ায় বিশ্বব্যাপী তেল কোম্পানিগুলো ব্যাপক লাভের মুখ দেখছে। গত মাসে যুক্তরাষ্ট্রের জায়ান্ট কোম্পানি এক্সন জানায়, দ্বিতীয় প্রান্তিকে তাদের আয় হয়েছে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। প্রথম প্রান্তিকে যেখানে এক বিলিয়ন ডলার আয় হয়েছিল তাদের। ইউরোপের রয়্যাল ডাচ শেল দ্বিতীয় প্রান্তিকে দুই বছরের মধ্যে রেকর্ড মুনাফা করেছে।