আমরা শোকাহত:
পৃথিবী নশ্বর, একদিন সবাই কে এই পৃথিবীর অলিক মায়া ত্যাগ করতে হবে। তারপর ও কিছু অকাল মৃত্যু মেনে নিতে কষ্ট হয়।কবি, বিশিষ্ট লেখক Kabir Hasanur আমি তাকে সরাসরি কখনো দেখিনি, ভার্চুয়াল পরিচয়। ভীষণ ভালো লিখতেন । আমাদের গ্রুপেই পরিচয়। লেখালেখি নিয়ে দুই একদিন মোবাইলে কোথাও হয়েছে।
কিন্তু যতটা জানি অত্যন্ত বিনয়ী ভদ্র এবং রুচিশীল মানুষ। আমি তার লেখার একজন ভক্ত পাঠক। অসাধারণ আবৃত্তিও করতেন। আজকে যখন ফেসবুকে দেখতে পেলাম এই ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিটি পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে গেছেন, সত্যিই মেনে নিতে কষ্ট হচ্ছে। জানি না বিধাতার কোন রহমত এখানে নিহিত আছে। তবে মহান আল্লাহ যা করেন তা-ই নাকি মঙ্গল। শুভাকাঙ্ক্ষী বন্ধু হিসেবে মহান রাব্বুল আলামিনের দরবারে একটাই প্রার্থনা তাকে যেন সকল গুনাহ্ মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন।আল্লাহর কাছে তার শোক সন্ত্রস্ত পরিবারের জন্য মঙ্গল কামনা করছি।
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ”
সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের পক্ষে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। তাঁর আত্মার শান্তি কামনা করছি।