২২১ বার পড়া হয়েছে
বিলাসী বৈশাখ
খায়রুল ইসলাম মামুন
তুমি শুভ, তুমি অশুভ, তুমি লীলা,
উৎসব মুখর বাংলার তুমি বৈশাখ পহেলা।
তুমি ধ্বংসের, তুমি সৃষ্টির
বিভীষিকা তুমি কালবৈশাখীর।
তুমি শস্যভরা ফসলের জমিন
তার ভিতর হেটে যাওয়া কিশোরীর রূপ অমলিন।
তুমি উদাসী বনের হাওয়া,
বেনু বীণে রাখালের গান গাওয়া।
তুমি কৃষকের হাসি,
কৃষানির কন্ঠে সূর বারোমাসি।
তুমি বটের ছায়া, সুরেলা পাখির গান,
স্রোতহারা স্রোতস্বিনীর সকরুণ অভিমান।
তুমি এক মেলা পঞ্চবটের মূলে,
তুমি হিজল-জারুল-হিমচাঁপা বহতা নদীর কূলে।
তুমি সুকঠিন বাঁধন, বাংলা ও বাঙালির মাঝে,
তুমি বৈশাখ! উপমা তোমার- তুমি নিজে।