বিমূর্ত ইতিহাস
ডা. মুহসিনা
অবিরত বৃত্ত ভেঙে বেরিয়ে আসার প্রচেষ্টা
ছুটছে সময় অবিরাম সময়ের হাত ধরে,
দেয়ালে ঝুলে থাকে বাহারী দর্পন,
নিজেকে দেখার, চোখে চোখ রাখার সাহস নেই,
কবিতার টানটান শরীর ঝুলে গেছে সময়ের টানে!
বাহারি যোগাযোগ মাধ্যমের অস্থির ভীড়ে
হারিয়ে গিয়েছে অন্তরের যোগাযোগ
ভার্চুয়াল সম্পর্কের স্বেচ্ছাচারিতায় বিনষ্ট মনুষ্যত্ব
স্বার্থপরতায় নিমগ্ন সমাজ, পলে পলে আত্মার মৃত্যু!
চলো আবার আমরা ছুঁয়ে দেখি বিমূর্ত মানব রূপ
আবার আমরা সাদা কাগজে কালির আঁচড়ে
লিখি ভালোবাসা, লিখি সত্য প্রেম প্রীতি স্নেহ,
এক চাপে মুছে যাবে না হৃদয়ের ক্ষরিত প্রস্রবণ,
আমরা আবার স্নেহ মায়া প্রীতিডোরে বাঁধি
আমাদের হারিয়ে যাওয়া স্বর্গ এ মাটির বুকে
আমরা সংরক্ষণ করি আমাদের বিমূর্ত ইতিহাস!