১৫৩ বার পড়া হয়েছে
বিধাতার খেলা
নুসরাত জাহান শারমিন
রাতের নিস্তব্ধ প্রহর আমার কেড়ে নেয় ঘুম,
মানুষে-মানুষে ভেদাভেদ, ব্যথা জাগায় অসীম।
কেউবা ঘুমায় সোনার পালঙ্কে, কেউবা রাস্তার ধারে,
কেউ ফেলে দিচ্ছে আহার, কেউ ভুকছে অনাহারে।
কারো আছে অট্টালিকা নেইকো থাকার কেহই,
কোথাও বা হাজার লোকের মাথার ছাদটুকুই নেই।
এ কেমন নিদারুণ ভেদাভেদ করছো তুমি বিধি –
আমিতো জানি তোমার কাছে সমান সকল শ্রেণি।
পিতা- মাতাহীন কত সন্তান ঘুরছে পথে বাজারে –
সন্তানের জন্য কত বাবা- মা কাঁদছে তোমার দুয়ারে!
এ কেমন বিচিত্র খেলা খেলছো আমার প্রভু?
সকলের মনে শান্তি দেও দুঃখ দিওনা কভু!
১ Comment
congratulation