বিদ্যা
বেলাল আহমেদ
বিদ্যা থাকিলে থাকবে না অপলালসা
বিদ্যা থাকিলে জেগে উঠবে ভালোবাসা,
বিদ্যা থাকিলে থাকবে না অন্ধকার
বিদ্যা থাকিলে জীবন সুন্দর সবার।
বিদ্যা থাকিলে থাকবে না বিশৃঙ্খলা
বিদ্যা থাকিলে সর্বক্ষেত্রে থাকবে শৃঙ্খলা।
বিদ্যা থাকিলে থাকবে না রেসারেসি
বিদ্যা থাকিলে রবে সবাই পাশাপাশি।
বিদ্যা থাকিলে থাকবে না কুসংস্কার
বিদ্যা থাকিলে সমাজ হবে সংস্কার,
বিদ্যা থাকিলে থাকবে না বাল্য বিবাহ
বিদ্যা থাকিলে জীবন হবে অর্থবহ।
বিদ্যা থাকিলে থাকবে না ভিন্ন দুর্নীতি
বিদ্যা থাকিলে রাষ্ট্রের হবে উন্নতি,
বিদ্যা থাকিলে থাকবে না সমাজে মাদক
বিদ্যা থাকিলে তৈরি হবে সাধক।
বিদ্যা থাকিলে থাকবে না কোন কাজে হারাম
বিদ্যা থাকিলে জীবন হবে সবার আরাম,
বিদ্যা থাকিলে থাকবে না ফাইলে ঘুষ
বিদ্যা থাকিলে বাড়বে তোমার হুঁশ।
বিদ্যা থাকিলে থাকবেনা হৃদয় শূণ্য
বিদ্যা থাকিলে চিন্তা হবে পূন্য,
বিদ্যা থাকিলে হারাবে না কেউ রতন
বিদ্যা থাকিলে এপার- ওপার হবে মনের মতন।