বিজয় মানে।
(মোঃ রাজিব হুমায়ুন)
বিজয় মানে পাখপাখালির
মুধুর সুরে গান,
নিরবধি বয়ে চলা
নদীর কলতান।
বিজয় মানে মধুমাসে
পাকা ফলের ঘ্রাণ,
আঁধার কেটে ঊষার আলোয়
জেগে ওঠা প্রাণ।
বিজয় মানে অমানিশায়
জ্যোৎস্না ভরা চাঁদ,
শীতসকালে পিঠে-পুলির
আয়েশ করা স্বাদ।
বিজয় মানে সদ্যফোটা
সুরভিত ফুল,
বুকের ভেতর পুষে রাখা
ভেঙে ফেলা ভুল।
বিজয় মানে বর্জ্রকণ্ঠে
স্বাধীনতার ডাক,
প্রতিহত হিংস্র মানব
পাক-বাহিনীর ঝাঁক।
বিজয় মানে একাত্তরে
প্রতিবাদী সুর,
পরাজয়ের গ্লানি নিয়ে
শত্রু বহুদূর।
বিজয় মানে মা-বোনেদের
ফিরে আসা মান,
পরাধীনের যাঁতাকলের
দুঃখ অবসান।
বিজয় মানে বাংলা মায়ের
হাসিমাখা মুখ,
মুক্তিসেনার অবদানে
গর্বে ভরা বুক।
বিজয় মানে জনগণের
একতারই বল,
লাল-সবুজের নিশান ওড়া
অর্জিত ফসল।
বিজয় মানে ফিরে পাওয়া
ন্যায্য অধিকার,
বুক ফুলিয়ে বলতে পারা
সত্য বারেবার।
১ Comment
very good job; Congratulations.