বিজয় দিবস অমর হোক
মুহা্ম্মাদ কিবরিয়া বাদল
লক্ষ প্রাণের রক্তে ভেঁজা
সাগর নদী তেপান্তর
বছর বছর ডিসেম্বর
জয় বিজয়ে যুগান্তর।
বিজয় গাঁথার ডিসেম্বর
দুঃখ কষ্ট’র এই বিজয়
মন পড়ে রয় তিরিশ লাখে
অঙ্গীকারে রয় হৃদয়।
জয় বিজয়ের দোলাচলে
লাল-সবুজের পতাকায়
ঘুম পাড়িয়ে দুঃখ কষ্ট
স্বপ্ন হৃদে আঁকা হয়।
আবেগ উৎসব একাকার
ডিসেম্বারের এই ক্ষণে
ঋণের দায়ে পড়লো বাঁধা
বিবেকের হাঁক বোধ-মনে।
পরম্পরায় শক্ত হাতে
থাকলে ধরা এক সাথে
তবেই বিজয় জ্বালবে আলো
রবির মতোই ভোর-প্রাতে।
বিজয় দিবস অমর হোক
বিবেক বোধের এই দাবী
অনন্তকাল থাকুক বেঁচে
ভবিতব্যের হোক ছবি।
শাহীদ গাজী ন্যায়বাদী
বিজয় দিবস অমর হোক
হাত তুলে আয় করি দুয়া
অনন্তকাল জানবে লোক।।
১৭অগ্রহায়ণ১৪২৮বঙ্গাব্দ।
হালিশহর, চট্টগ্রাম।।