বিজয় কেতন উড়ে
(মোহাম্মদ আবদুল কাইয়ুম)
১০.১২.২০২১খ্রীঃ
হাটি হাটি পায়ে জোর কদমে আলোর পূর্ণিমা
পঞ্চাশ পেরিয় স্বতন্ত্রে অপরূপা আজ নীলিমা
ভরা মৌসুমে সহাস্যে ঋতুবতী সুন্দরী প্রিয়তমা ,
কাল হতে কালান্তর অপেক্ষার নির্মাল্যে যুগান্তর,
দুপাটি সাজে হৃদয়ে ভাঁজে ভাঁজে দুঃখ মন্বন্তর,
ফুল ফসলে ভরে গেছে নিরূপমার অন্তর।
শক্ত সমর্থ খুঁটির উপর দাঁড়িয়ে আঁক মানচিত্র
লিখতে পার আজ নিজস্ব ঠিকানায় ছিন্নপত্র,
জননী ও জন্মভূমি তোমারই অধর চুমি হয়েছি পবিত্র,
আশা,ভরসার বুকের জমিনে লিখা যে এক প্রেমপত্র।
বিশ্ব আসনে সগৌরবে মাথা উচু করে লাল সবুজে,
হাজার বছরের ইতিহাস ঐতিহ্যে পাণ্ডুলিপি কাগজে,
লক্ষ প্রাণের প্রতিদানহীন প্রতিদানে
পেলাম স্বাধীনতা ও জীবনের মানে,
সুস্থির নিঃশ্বাস সুখের আঃশ্বাস বাড়ন্ত যৌবনে!
সমুজ্জ্বল বিজয় কেতন উড়ে ঐ বাংলার জমিনে।
খাসনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।