বিজয়ের হাসি
(সৈয়দ মাশহুদুল হক)
নয়টি মাসের যুদ্ধ শেষে স্বাধীন করে দেশ
বাড়ি ফিরে দেশটা দেখি আধাআধি শেষ।
হানাদারের হিংস্র থাবায় মান হারালো ভগ্নী
ব্রীজ-কালভার্ট ভাঙ্গাচুরা জ্বলছে ঘরে অগ্নি।
কারও বাড়ির নাই চিহ্ন পুরোপুরিই বিরান
খানাপিনা নাই অনেকের পরনে নাই পিরান।
পিতামাতা ভাইবেরাদর জীবিত নাই যাদের
স্বাধীনতার খবর পেয়ে অশ্রু বাড়ে তাদের।
চারিদিকে শুধুই কবর ছড়িয়ে-ছিটিয়ে লাশ
একাত্তরের নয়টি মাসের এইতো ইতিহাস।
স্বজন হারার দুঃখ ভুলি দেশটা করে মুক্ত
সুখে নাচি এই ভেবে যে থাকব না অভুক্ত।
আরও ভাবি কথা বলবো হাসি নিয়ে মুখে
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে প্রেম নিয়ে বুকে।
শোষণ পীড়ন বন্ধ হয়ে দেশটা হবে প্রীতির
শাসন হবে ন্যায়-নীতির হবে না তা ভীতির।
পঞ্চাশ বছর পার হলেও হয়নি সুখে হাসা
বুকের মধ্যে গুমরে কাঁদে যত ছিলো আশা।
২ Comments
Excellent
congratulations.