বিজয়।
(রাশিদা আক্তার)
বিজয় মানে স্বাধীন দেশ
আমার সোনার বাংলা,
বিজয় মানে স্বাধীন দেশে
বীরের মতো চলা।
বিজয় মানে একটি পতাকা
একটা সার্বভৌম ভূখণ্ড,
বিজয় মানে স্বাধীন দেশে
থাকবে না কোন ভণ্ড।
বিজয় মানে সন্তান হারানো মায়ের
চোখে সুখের দু’ফোটা জল,
বিজয় মানে আমরাই জয়ী
স্বাধীনতা মোদের বল।
বিজয় মানে সন্তান হারানো
অন্ধ বাবার আর্তনাদ,
বিজয় মানে স্বাধীন দেশে
নয় কোন মিথ্যা অপবাদ।
বিজয় মানে আমার ভাইয়ের রক্তে স্নাত
বাংলার রাজপথ,
বিজয় মানে স্বাধীন বাংলা
গড়ে তোলার দীপ্ত শপথ।
বিজয় মানে আমার বোনের
হারিয়ে যাওয়া সম্ভ্রম,
বিজয় মানে স্বাধীন দেশে
হারাবে না কোন নারী সম্ভ্রম।
বিজয় মানে কৃষকের ক্ষেতে
ভরা সোনালি ধান,
বিজয় মানে স্বাধীন দেশে
আর নয় ভিনদেশীদের অপমান।
বিজয় মানে পুব আকাশে
নতুন সূর্যোদয়,
বিজয় মানে স্বাধীন বাংলার
নব অভ্যূদয়।
১ Comment
very nice; Congratulations.