১)
নতুন বছর কাদের
নতুন বছর যতই আসুক
একের পর এক ঘুরে,
কৃষক শ্রমিক দিন মজুরের
ভাগ্য রহে দূরে।
যে জমিতে খাটে আজও
খাটে যুগের পরে,
সেই মজুরের নতুন বছর
কী আনে তাঁর ঘরে?
লক্ষ কোটি টাকায় যাদের
ব্যাংকে হিসাব খোলা,
বছর কি ভাই, মাসে মাসেই
তাদের ভরে ঝোলা।
ওরাই গোনে মাস আর বছর
ফোটায় আতশবাজি,
দেশের যত উন্নতিতে
করে যে কারসাজি।
২)
বিদায় তারার দল
পাঁচটা বছর ছিল ওঁরা
স্বর্গের তারা হয়ে,
আজকে তাঁরা যাবে উড়ে
নতুন বিশ্ব জয়ে।
একটু একটু করে আদর
গড়েছি এই হাতে,
কঁচিকাঁচা মুখগুলো সব
দুঃখ না পায় যাতে।
শিক্ষা নিতে নবীন দল
বাঁধে প্রেমের জালে,
অফুরন্ত আশীষ নিও
বিজয় আসুক ভালে।
সুপথে যাও সুশিক্ষা পাও
কর্মকে নাও চিনে,
ফুলের মত জীবন গড়
আগামী দিন দিনে।
___________
বিজন বেপারী
ঝালকাঠি, বরিশাল।