১৯৭ বার পড়া হয়েছে
বিজন অন্ধকার
জাফর রেজা
আমার কোনো স্বপ্ন নেই
আছে কিছু স্মৃতি,
কিন্তু স্মৃতিরা আমার মনের
অতল স্পর্শ করে না।
সবুজ দিগন্তের অপরূপ
ছুঁয়ে যায়না আমার হৃদয়
পূর্নিমার চাঁদ- সেও অধরা
কাশবনের এলোকেশী কন্যার
নূপুরের ছন্দ
রক্তে জাগায়না শিহরণ।
আমি দাঁড়িয়ে আছি
নিশ্চল নিঃশব্দ গাছের মতো,
আমার একাকীত্ব বুক ভরা কান্নার
এক শীতল জলপ্রপাত
বয়ে চলে অবিরাম।
সমস্ত ধ্বংসের পর
অবশিষ্ট কি’ই বা থাকে আর?
দিনশেষে রাতের নিস্তব্ধতায়
আমি জেগে রই,
নিদ্রাহীন চোখে সাথী হয়ে থাকে
বিজন অন্ধকার।