তুমি তাদের একজন।
। কবি সুরমা খন্দকার ।
(বাস্তববাদী কবি ও দক্ষ কলামিস্ট আবুল খায়ের সাহেবের জন্মদিনে নিবেদিত কবিতা)
জীবনের আশা ছেড়ে ব্ক্ষ্মচারী হওয়ার মূহুর্তে,
সব ভুলে যে পথিক হারিয়েছে পথ
তুমি হলে তার ভুলে যাওয়া হাসি,
তুমি হলে তার পথপ্রদর্শক।
ভোরের ঝিরিঝিরি বাতাসে
যে চড়ুই টুকটাক কিচির মিচির করে,
তার ও ভাষা আমি বুঝেছি ভালবাসায়।
তুমি বললে তাই-
নয় দূর নির্বাসন, নয় নয়ন জল।
তুমিও পারো ধরতে, স্পর্শ করতে অধরা অতল।
নয় হেরে যাওয়া, নয় সুতো ছেঁড়া ঘুড়ি
নয় তিমির তমসা নয় বিফল মনোরথ।
তুমি হবে উন্মুক্ত দরজা, হবে প্রশস্ত খোলা পথ।
যে সমস্ত মানুষ যারা শস্যকণা ছড়ায় ধূলিকণায়।
যে সমস্ত মানুষ
যারা আশার বার্তা হাওয়ায় ওড়ায়।
তুমি তাদের একজন।
যে জ্বালায় নিরবে বাতি ধরিত্রীর প্রয়োজনে।
তার জন্য এক সমাদর রাখলাম এই আয়োজনে।
১ Comment
অত্যন্ত সুন্দর নিবেদন ,,, শুভ জন্মদিন প্রিয় শ্রদ্ধাভাজন।