বাস্তবতা
যুথিকা বড়ুয়া
ছদ্মবেশী মানুষগুলো বদলায় ক্ষণে ক্ষণে
সুযোগ বুঝে আঘাত হানে কারণে অকারণে
সারাদিন অবিশ্রান্ত ঘানি টানা যার কাজ
কলুর বলদ হয়েও সে দূষিত করে
আমাদের সুশীলসমাজ।
কতজনের কত স্বপ্ন স্বপ্নই থেকে যায়
কত নাম না জানা ফুল ফুটে মাটিতে ঝরে যায়
না জানি কতজনের হৃদয়ের কত গভীর ক্ষত বিক্ষত চিরকাল রয়ে যায়
কত পথ এঁকে বেঁকে এসে থেমে যায় বাঁকে
ইতিহাস কি তা কখনো মনে রাখে?
বুকে ব্যথা চেপে মুখে হাসি রেখে
যদি কখনো কারো সাথে হয় দুটো কথা
যদি পায় মনের মতো একটা মানুষ
বিলিন হয়ে যেতে পারে
অন্তরের সকল মলিনতা।
এইটুকুই তো চাওয়া!
এর বাইরে যা কিছু আছে
সবই মিছে মায়া মরীচিকা।
শুধু সাথে থাকলেই হয় না আপন
একান্তে নিবিড় করে সঙ্গ দিলেও নয়
জেনে রেখো করতে হয় সদা মন জয়
আবার দূরে থেকেও হয় যে আপন
সেই ই তো একমাত্র পাশে জীবন ভর রয়।
মধুর ভাষায় পারে যে ছুঁতে হৃদয় মন প্রাণ
হাজার ভুলেও থাকে সে সদা
জড়িয়ে মায়ার বাঁধন আর
অনুভূতি জুড়ে থাকে সর্বক্ষণ।
হয় যদি কভু চোখের আড়াল
সে তো মনের আড়াল নয়
শয়নে জাগরণে করে যে
কল্পলোকে বিচরণ
সেই তো হয় ধনঞ্জয়।
একটুখানি অনুরাগের ছোঁয়া
যদি পরশ পাথর হয়
একটুখানি হাসির ঝিলিক
যদি মনের দ্বীপ জ্বালিয়ে দেয়
তবে বিলীন হোক আত্মগ্লানি
মিশে নীরবধি একই মোহনায়।
টরেন্টো /কানাডা।