১৩১ বার পড়া হয়েছে
ঋতুচক্রের বাংলা
বাবুল হোসেন বাবলু
বৈশাখের ঝড়ো তাণ্ডবে ভূমিপরে পতিত জীর্ণশীর্ণ কুঁড়েঘর –
মধুমাস জৈষ্ঠের মহা ধুমধামে স্বস্তির শ্বাসফেলে তৃষ্ণার্ত অন্তর।
চৌচির মৃত্তিকা কাঠফাটা গরমে শান্তির নাই যে কোন রেশ –
অসময়ের বারিষে বন্যার আগমনে ভেসে যায় সারা দেশ।
ক্লান্ত পথের পথিক খোঁজে প্রশান্তির একটুখানি শীতল জল –
ঝড় বাতাসে খোকাখুকু ব্যস্ত কুড়াতে আম লিচুর সুমিষ্ট ফল।
বারোমাসের ছয় ঋতু নতুন নতুন বারতা নিয়ে আসে বারেবারে
ঝড়ো ঝঞ্ঝা যতোই আসুক আমরা সবাই একে অন্যের তরে।
প্রকৃতির নিয়মে ঋতুচক্রের ধারাক্রম চলছে সুখে আর দুখে
থেমে নেই জীবন চাকা যতোই ব্যথা থাকুক আমাদের বুকে।