বাবা’র আঙুল
।। এবিএম সোহেল রশিদ।।
[বাবা দিবস]
হিমালয় দেখিনি, বাবাকেও দেখিনি
শুনেছি আগলে রাখে সমস্ত আয়োজন
মিটায় প্রয়োজন, সামলায় ঝড়ঝাপটা—
হিমালয় নাকি শাসন করে অস্থির আকাশ
আর বাবা! খুব যত্নে রাখে তাঁর ‘পরিবার’
সহজে উজার করে দেয় নিজ জীবনটা।
বাবা একদিন পূর্ণোদ্দমে মুক্তিযুদ্ধে
ছায়াহীন আমরা, হলাম অপেক্ষানদী
নোনা ঢেউয়ে ভিজে ওঠে চোখসৈকত—
ছুঁয়ে দেখিনি বিসর্জনের জোয়ারভাটা
জানি না কতটা আঘাতে ভাঙে বুক
আত্মোৎসর্গে কী ছিল তাঁর অভিমত।
.
স্বাধীনতা পেলাম, হারালাম বাবার উত্তাপ
স্নেহের আদরে ভেজা আর হলো না
আমি যতবার ডাকি, মুখোমুখি মানচিত্র—
স্মৃতির আকাশে মাখি ভালোবাসার রোদ
জানি না ভালোবাসায় কিসের অবরোধ?
বাবার রক্তে ঋদ্ধ মৃত্তিকা আদিগন্ত পবিত্র।
আমার খুব মনে পড়ে, আগুনঝরা চোখ
এগুলেন বাবা দৃপ্ত পায়ে, দুর্গম পথ
ঢাকায় সেদিন সীসার বৃষ্টি, রক্তাক্ত স্রোত—
বারুদের ডিম পাড়ে ইস্পাতের ঈগল
আগুনে পুড়ে খাঁক, সুবোধ প্রাণের ঝাঁক
চমকে গেছি কোনটা বোমা, কোনটা রোদ।
আসবে বাবা, এখনো আছি প্রতীক্ষায়
দিয়েছে হামাগুড়ি! সূর্যাস্ত অবধি
এখনে আবেগ সময়ের প্রতিদ্বন্দ্বী—
মানচিত্রে লাল-সবুজের উল্লাস ধ্বনি
আমার কাছে বাবার আঙুল ধরে হাঁটা
মৃত্তিকার মেলবন্ধন, জন্মান্তরের সন্ধি।
লেখক: বরেণ্য কবি ও অভিনেতা।
২ Comments
congratulations
বিনম্র শ্রদ্ধা বীর মুক্তিযোদ্ধার জন্য। আল্লাহ বেহেশত নসিব করুন ওনাকে।