বাবা
রাবেয়া আহমেদ চামেলী
বাবা হচ্ছে এক বিশাল ভালবাসার নাম
তারা কি আমাদের কাছ থেকে পেয়েছে প্রকৃত দাম?
জীবনের সুখ দুঃখ ত্যাগের মাঝে
সারাক্ষণ সারাজীবন থেকেছে কাজে
মনের আশা পূরণ করা
তাদের কি নাহি সাঝে?
নিজের জীবন বিলিয়ে দিয়ে সারাক্ষণ সারা মূহুর্তে রয়েছে নিরহংকার।
বাবা মানে এক বিশাল পলক
তাইতে সারাক্ষণ দিয়ে থাকে ঝলক।
বাবা হচ্ছে ত্যাগ তিতিক্ষার এক শোলক,
আত্ম নির্ভরশীলতার এক
মহিমান্বিত ব্যক্তি।
তাদের থেকে সন্তান পাই মনের শক্তি।
কখনো তারা প্রকাশ করে না বিরক্তি।
বাবা মানে রঙিন প্রজাপতি
বাবা মানে একরাশ মুক্ত মতি।
এভাবে সবার হৃদয়ে সৃষ্টি করে
সুন্দর সুন্দর উক্তি।
বাবা হচ্ছে বড় হবার হাতিয়ার।
তার সাথে করা উচিত ভালো ব্যবহার।
তার মাঝেই আছে বড় হবার স্বপ্ন।
তাই তো বাবা মা হচ্ছে
জীবন চলার রত্ন।
তাদের রেখো অতি যত্নে।