বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের শরতের ছড়া-কবিতা পাঠ ও আড্ডা-আলোচনা সভা অনুষ্ঠিত
আজ ১১ সেপ্টেম্বর ২০২১, ২৭ ভাদ্র ১৪২৮ শনিবার বিকাল চারটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত শাহবাগস্থ পাঠক সমাবেশ কেন্দ্রের অনুষ্ঠান মঞ্চে বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম আয়োজিত শরতের ছড়া-কবিতা পাঠ, আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ূন কবীর ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক, কবি কথাশিল্পীগণ। এঁদের মধ্যে শিশুসাহিত্যিক আসলাম সানী, আমীরুল ইসলাম, প্রণব মজুমদার, হাসনাত আমজাদ, ডা. মিজানুর রহমান কল্লোল, এম. আর. মঞ্জু, চন্দনকৃষ্ণ পাল, তপন বাগচী, নূরুদ্দীন শেখ, নাহার আহমেদ, শ্যামলী খান, কথাশিল্পী ইসহাক খান, শাহেদ ইকবাল, কবি শাহাদাৎ হোসেন নিপু, ইউসুফ রেজা, দন্ত্যস রওশন, কবীর হুমায়ূন, গাজী শাহিদুজ্জামান লিটন, আরিফ নজরুল, রাজীব রেজা, নুরুন্নাহার ডলি, সৈয়দ মাজহারুল পারভেজ, ইমরোজ সোহেল, শেলী সেলিনা, মুহাম্মদ মনিরুজ্জামান, ইঞ্জিনিয়ার শহীদ শেখ, রঞ্জনা বিশ্বাস, হাসনাইন সাজ্জাদী, অলিতাজ মনি, তাহমিনা শিল্পী, নুসরাত জাহান, ফারা দিবা, জাহাঙ্গীর হোসেন, নাজনীন স্বপ্না, সাঈদ তপু, আফরোজা কণা, লুৎফর চৌধুরী, মনজুরুল ইসলাম, আবুল খায়ের, সাইম সাদী মল্লিক ও দ্বিতীয়া বাগচী প্রমুখ।
অনুষ্ঠানে শিশুসাহিত্যিকগণ বলেন, কবি-লেখকদের কাছে বাংলাদেশের ষড়ঋতু আশীর্বাদ স্বরূপ। আমাদের ঋতুবৈচিত্র প্রতিলেখককে আবেগআপ্লুত করে। এবং লেখকগণ মনের আবেগকে প্রশমিত করেন সৃষ্টির মাধ্যমে। সেই সৃষ্টি হলো কোনো গল্প, ছড়া, কবিতা কিংবা উপন্যাস।
বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম ঋতুভিত্তিক এই আয়োজন করার জন্য ধন্যবাদ প্রাপ্য। এই আয়োজন প্রতিটা লেখককে উদ্বুদ্ধ করবে। আমাদের ঋতু, প্রকৃতি নিয়ে নতুন একটা ছড়া-কবিতা-গল্প লিখতে উৎসাহ দেবে।
১ Comment
very good response, Congratulations.