জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে আজ বিকালে শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম আয়োজিত শোকের ছড়া-কবিতা পাঠ ও আলোচনায় উপস্থিত কবিসাহিত্যিকগণ।
বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সাধারণ সম্পাদক সোহেল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা ও ছড়া-কবিতা পাঠে অংশগ্রহণ করেন বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ূন কবীর ঢালী, কথাসাহিত্যিক শাহেদ ইকবাল, ডা. মিজানুর রহমান কল্লোল, প্রণব মজুমদার, বাবুল আনোয়ার, হাসান মাহমুদ, শিবুকান্তি দাশ, শাহাদত বখ্ত শাহেদ, শাহনাজ পারভীন, মামুন সারওয়ার, শেলী সেলিনা, শেখ আব্দুল হক চাষী, জ্যোতির্ময় সেন, বশিরুজ্জামান বশির, নাদিরা খানম, আহমেদ মুনির, নাজনীন স্বপ্না, রানা মাসুদ, সত্যজিৎ বিশ্বাস, এস. এম. আবু বকর রাফসান, গিয়াসউদ্দিন চাষা, আবুল খায়ের, শাকির সবুর, তাহমিনা শিল্পী, রুদ্র সাইফুল প্রমুখ।
অনুঠান পরিচালনায় ও সঞ্চালনায় ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা /সভাপতি শিশুসাহিত্যিক হুমায়ুন কবীর ঢালী.
৩ Comments
বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
InShaAllah.
শুভ্রডায় ভরে উঠুক প্রতিটি পদক্ষেপ