৪০৭ বার পড়া হয়েছে
বর্ণিল পক্ষী
ফিরোজা বিউটি
লাল ঝুটি কাকাতুয়া
টিয়া আর ময়না,
কেউ কেউ সাজে পটু
পরে থাকে গয়না।
খোকা খুকু তাই দেখে
ভারি মজা পায়,
কেউ কেউ পরে দেখো
কালো কোট গায়।
পায়রা দেখ আকাশেতে
ডিগবাজি খায়,
শালিক পাখি পাখামেলে
পুকুরেতে নায়।
চড়ুই পাখি কিচিরমিচির
সন্ধ্যা বেলায় করে,
ঠিকানা নেই তাদের কোনো
থাকে পরের ঘরে।
কাক শুধু নোংড়া ঘাঁটে
গায়ের রং কালো,
ময়ুর যখন পেখম মেলে
দেখতে লাগে ভালো।
চিড়িয়াখানায় হরেক পাখি
সবাই দেখতে গেল,
খোকাখুকুর ছোট্ট মনে
শান্তি খুজে পেল।