১০৬ বার পড়া হয়েছে
শৈশব কিনতে চাই
হুমায়ূন কবীর ঢালী
বিনিময়ে সবকিছু দেব
তবুও হারানো শৈশব কিনতে চাই
শৈশবের একমুঠো আবেগ কিনতে চাই
কেউ কি আমার সবকিছু নেবে?
নেবে যৌবনের গান, পৌঢ়ত্বের আশির্বাদ,
আর্থিক স্বচ্ছলতা, ব্যাংক ব্যালেন্স, প্রেমসঙ্গী,
কিংবা উত্তরাধিকার?
শৈশব পুরোটা দিতে না পারলেও আংশিক দাও
আংশিক না পারলে সামান্য শৈশব দাও
যাতে সামান্য শৈশব নিয়ে কাটিয়ে দিতে পারি আমৃত্যু।
আমার স্থাবর-অস্থাবর সব নাও
তবুও প্রাণের শৈশব ফিরিয়ে দাও।