লাইলী তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁখি খোলো –
শিল্পী শবনম মুশতারী
উপেক্ষিত এক ঝরাপাতা
—————————————————
কচি পাতা ততদিনই বৃক্ষের শোভা বৃদ্ধি করে, ফলে ফুলে সৌরভের মাদকতায় যতদিন সে পথের পথিককে আকৃষ্ট করে। পাতা ঝরে গেলে হয় সে উপেক্ষিত। শিল্পীদের জীবনটাও তেমনই ঝরাপাতার মতো।
বলছি দেশের কিংবদন্তি ও বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী শবনম মুশতারীর কথা।
বছরখানেক হলো স্মৃতিশক্তি হারিয়েছেন তিনি। ভুগছেন ডিমেনশিয়ায়। কাউকে চেনেন না, কথায় অসংলগ্নতা রয়েছে। তবে কাউকে না চিনলেও তা বুঝতে দেন না।
মাথায় অস্ত্রোপচারের পর আপাতত বাসায় নার্স রেখে তার চিকিৎসা চলছে। তবে খাওয়া-দাওয়া স্বাভাবিক আছে।
শবনম মুশতারী অনেকদিন ধরে অসুস্থ থাকলেও সরকারের পক্ষ থেকে কেউ তার খোঁজ নেননি এটাই বড় কষ্টের কথা, আক্ষেপের কথা, লজ্জার কথা।
পরিবারের সদস্যরা কারো সহযোগিতা চাননি। অসুস্থতার খবর কেউ জানুক তাও চাননি। তবে সরকারের কি উচিত ছিল না শিল্পীর একটু খবর নেওয়া? রাষ্ট্রের কি কোনোই দায়িত্ব নেই?
সরকারের সংশ্লিষ্ট সংস্থা আছে, তাদের তো একবার হলেও এই জ্যেষ্ঠ শিল্পীর খবরটা নেওয়া উচিত ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো অনেক দরদি মানুষ, কিন্তু সব খবর তো আর তার কান পর্যন্ত পৌঁছায় না!
শবনম মুশতারীর জন্ম উত্তর জনপদের ছোট্ট জেলা শহর নওগাঁর বদলগাছি উপজেলার এক শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারে ২৫ অক্টোবর।
তার পিতা প্রখ্যাত কবি ও নজরুল সুহৃদ তালিম হোসেন। আর মাতা মাফরুহা চৌধুরী ছিলেন দৈনিক বাংলা পত্রিকার মহিলাবিষয়ক পাতার সম্পাদক, কথাসাহিত্যিক।
শবনম মুশতারীর এক ছেলে এক মেয়ে রয়েছে। ছেলে পাইলট ও মেয়ে বিয়ে করে সংসারী।
শবনম মুশতারীর অপর দুই বোন খ্যাতিমান সঙ্গীতশিল্পী ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারী।
দুই ভাই শাহরিয়ার চৌধুরী ডেটা অ্যানালিস্ট ও হাসনাইন চৌধুরী বিমানের ক্যাপ্টেন।
ষাটের দশকে সঙ্গীতজীবন শুরু করেন শবনম। আধুনিক ও নজরুল সঙ্গীতের তার ১০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো – ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’, ‘বেস্ট অব শবনম মুশতারী’, ‘প্রিয় কবির প্রিয় গান’, ‘প্রিয় এমন রাত’ প্রভৃতি।
কর্মের স্বীকৃতি হিসেবে তিনি লাভ করেছেন একুশে পদক ও নজরুল পদক।
পরিশেষে ফেসবুক পরিবারের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় নিবেদন জানাচ্ছি, আপনি পরীক্ষীত একজন শিল্পের পৃষ্ঠপোষক।
দেরিতে হলেও দেশের এই সম্পদের প্রতি আপনার কৃপা দৃষ্টি পড়ুক। মানবতা ফিরে পাক তার স্বকীয়তা। একজন শবনম মুশতারী ফিরে আসুক তার স্বাভাবিক জীবনে; যার বাস্তবায়নে কেবল আপনার বরাবরের মতো সদিচ্ছাই যথেষ্ট।
আর কোনও শিল্পীকে যেনো অভিমান ভরা কন্ঠে গাইতে না হয় – ‘আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, বনের পাখিরে কে মনে রাখে গান হলে অবসান’।
— মেসবা খান