নিয়মের ব্যাকরণ
জগলুল হায়দার
এই পৃথিবীর সব কিছুতেই আইন আছে দাদা
পথে আছে সিগন্যাল আর জ্যামিতি বাক্সে চাঁদা।
ভাষায় আছে অর্থ বানান নানান কানুন বিধি
কিন্তু মানুষ সবার ওপর শ্রেষ্ঠ প্রতিনিধি।
আইন মানি কানুন মানি ব্যাকরণের প্যাঁচে
তারও আছে এদিক সেদিক বাস্তবতার ম্যাচে।
নিয়ম এবং নিয়ম ভাঙার মাঝেও আছে রীতি
বুঝতে হবে ও মিয়াভাই এসব যথারীতি!
ভাষার ওপর খবরদারী কম হওয়াটাই ভালো
মানুষ যদি মানুষ তবে তারাই আসল আলো।
সেই আলোতে নিজেই তারা নিজের ভাষা মুখে
বইয়ে নেবে হাজার বছর স্বাধীনতার সুখে।
কিছু নিয়ম বাড়াবাড়ি এমনি যাবে ঝরে
কিছু আবার থাকবে টিকে হাজার বছর ধরে।
কেউ যা নেবে কাঁধে আবার কেউ নেবে তা কাঁখে
নিয়ম নিজেই নিয়ম ভাঙার লাইসেন্সটাও রাখে।
ভাষায় ভাষায় মিলন হবে মিথস্ক্রিয়ার ফলে
দোষ কি তখন হাসলে খানিক ইংরেজি অই ললে।
নিয়ম ভাঙার নিয়ম আছে ভাঙতে হলে জানো—
আগে খানিক নিয়ম করে নিয়মগুলো মানো।