লোকটা
লোকটা যে খাওয়া ছাড়া
আর কিছু বোঝে না,
কিছু যদি বলো তারে
একটুও শোনে না।
দেশজুড়ে হুটপাট
হোক বিরান মাঠঘাট
বাড়ুক যত ঝঞ্জাট,
কানে তার ঢোকে না,
লোকটা যে খাওয়া ছাড়া
আর কিছু বোঝে না।
বানেতে কে ভেসে গেল
ডাকাতের গুলি খেল
পুকুরেতে লাশ পেল
একটুও ভাবে না,
লোকটা যে খাওয়া ছাড়া
আর কিছু বোঝে না।
গল্পের ভুত দেখে
চুনকালি কেউ মেখে
সং সেজে হাঁটে বেঁকে
মোটেও সে হাসে না,
লোকটা যে খাওয়া ছাড়া
আর কিছু বোঝে না।
লটারীতে জিতে গেলে
সুখে কেউ ডানা মেলে
কোলজুড়ে ছেলে এলে
সুখ তার লাগে না,
লোকটা যে খাওয়া ছাড়া
আর কিছু বোঝে না।
পাখি যদি গান ধরে
ফুল ফোটে পাতা নড়ে
শিশু মুখে হাসি ঝরে
মন তার ভেজে না,
লোকটা যে খাওয়া ছাড়া
আর কিছু বোঝে না।
সারাদিন খাই খাই
গোস মাছ কই পাই
দুধ ডিম কলা চাই
ওরে তোরা দে-না,
লোকটা যে খাওয়া ছাড়া
আর কিছু বোঝে না।
১ Comment
good; congratulations