নাতে রাসূল
লক্ষ কোটি সালাম জানাই হে প্রিয় রাসূল (সা.)
এমরান চৌধুরী
আলো ছিল না ভালো ছিল না
কালোই ছিল সব,
মরুর বুকে কেউ শোনেনি
পাখির কলরব।
আকাশ ছিল, সে আকাশের
রঙ ছিল না নীল
সজীবতার ছোঁয়া ছিল না
শুভ্র অনাবিল।
ফুল ছিল না ঘ্রাণ ছিল না
ছিল হরেক কাঁটা
কেউ দেখেনি আরবদেশে
নদীর জোয়ারভাটা।
ঘর ছিল না থির ছিল না
যাযাবরের মতো
দিন কাটাতো রাত পোহাতো
ছুটতো অবিরত।
সুখ ছিল না সখ ছিল না
লড়তো পরষ্পর
ভাইয়ে ভাইয়ে হানাহানি
ছিল জীবনভর।
করতো পূজা দেব ও দেবীর
রাখতো ঘরে মূর্তি
দিন দুপুরে শরাব পিয়ে
করতো যতো ফুর্তি।
মানুষ ছিল হাজার হাজার
হুঁশ ছিল খুব কম
কন্যা শিশুর জন্যে তারা
ছিল আস্ত যম।
জ্যান্ত শিশু কবর দিতে
করতো না কেউ দেরি
মানবতার পায়ে ছিল
রকম রকম বেড়ি।
মায়ের জাতি নারীর প্রতি
ছিল বিষম ভেদ
পুরুষ ছিল পশুর মতো
ছিল দাপট, জেদ।
সে দাপটে মরুর আকাশ
করতো আহাজারি
দুঃখের বানে বাতাস দিতো
সাত দরিয়া পাড়ি।
আরবের এ অন্ধকারে
আলোর মশাল নিয়ে
আল্লাহ পাকে পাঠান নবী
রূপের আধার দিয়ে।
রূপের আধার প্রিয় রাসূল
দ্বীন ইসলামের বুক
যাঁর সৌরভে হয় উজালা
মানবতার মুখ।
মায়ের জাতি পায় ভরসা
খুশির ঝিলিক ঠোঁটে
সবার বুকে মিষ্টি সুখে
হাজার গোলাপ ফোটে।
নূরের নবী ধ্যানের ছবি
মা আমেনার ফুল
লক্ষ কোটি সালাম জানাই
হে প্রিয় রাসূল।