১৩০ বার পড়া হয়েছে
বাপ মরলে
আসাদ বিন হাফিজ
তেতুল লাগে চুকা চুকা মরিচ লাগে ঝাল
রিলিফ চোরা মানুষ না, হনুমানের পাল।
বাপ মরেছে ফুর্তি কর বাজা বাদ্যি ঢোল
মুসলিম হলে দোয়া বল, হিন্দু হরিবোল।
মোড়ে মোড়ে মূর্তি হবে, ফূর্তি হবে জোশ
বাপের ধন পাবে যে, সেইতো হবে খোশ।
রাজপুত্তুর রাজা হবে, মালির বেটা মালি
কি যায় বল, চুপেচুপে লোকে দিলে গালি।
গালি দেবে তালি দেবে শালী দেবে খোশে
শ্রাদ্ধ খেয়ে পাবলিকে নাচবে বন্য জোশে।
তেতুল লাগে চুকা চুকা, মরিচ লাগে ঝাল
বাপ মরলেই ফূর্তি করে হনুমানের পাল।
১৩/১/২১। ৩ঃ০০ টা।