১৩২ বার পড়া হয়েছে
মুক্ত কেতন ওড়ে সানী
আসলাম সানী
সবুজ-শ্যামল এই দেশটার কাহিনী সব জানো?
ইতিহাসের বইটি তোমার হাতের কাছে আনো।
নদীর বুকে নৌকো চলে মাঠেও সোনা ফলে
এই দেশকেই বিশ্বে সবাই সোনার বাংলা বলে।
এই দেশেতে যুগে যুগে বর্গী আসে ছুটে
সোনার ফসল-ভালোবাসা নেয় যে সবাই লুটে।
শত যুগের শোষণ ভেদী হঠাৎ সবাই জাগে
একাত্তরের ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধ লাগে।
মায়ের ভাষা-প্রাণের মাটির জন্যে সবাই লড়ে
কৃষক-শ্রমিক-বৃদ্ধ যুবা অস্র হাতে ধরে।
দুঃসাহসী লড়াই করে সবাই রণাঙ্গনে
স্বাধীনতার লাল সূর্য সবার মনে মনে।
ফলে ফুলে লাল সবুজে মুক্ত কেতন ওড়ে
বিশ্ব অবাক মুক্ত স্বাধীন ষোলোই ডিসেম্বরে।