২২৩ বার পড়া হয়েছে
খাদিজার বন্দি বছর
জগলুল হায়দার
যে বিচারে অবিচারে
রায় আসে- চায় বাদি যা,
সেই বিচারে কি আর পাবে
হতভাগী খাদিজা!
বয়সে তো নাবালিকা
এই তো মোটে সতেরো
বারোমাসের হাজতবাসও
বলতেছে মাস হ- তেরো।
বারো গিয়ে তেরো চোদ্দ
যাবে কতো মাহিনা
প্রতিবাদের গান তো আমরা
তাও তো তেমন গাহি না।
বিচারবিহীন একটা বছর
মিললো না রায় জামিনে
তাও খাদিজার জুলুম রোধে
আমরা পথে নামি নে!
পাঠ গিয়েছে কিডনি গেছে
স্বপ্ন গেছে হারিয়ে
গেলে গেছে খাদিজারই
যাক না তাতে কার ইয়ে!
আজ গেছে তো খাদিজার কাল
যাবে তোমার কন্যারও
প্রতিবাদে জলদি সবাই
এই জুলুমের ক্ষণ নাড়ো!
ছবিঃ আন্তনেট।