পুড়ে যাচ্ছে
–হাসান ওয়াহিদ
সবাই পুড়ে যাচ্ছে
আমি তাদের ধোঁয়ার গন্ধ পাচ্ছি
ঘুম নেমেছে তীব্র অথচ মশারি পুড়ে যাচ্ছে
যুবকের ভালোবাসায়
যুবতীর কামনার শরীর পুড়ে যাচ্ছে।
ইমারতের আগুন নেভানোর আগেই
পুড়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের লাল গাড়ি,
মূল্যবোধ পুড়ে যাচ্ছে
গনগনে আগুনে পুড়ে যাচ্ছে
জনকের টাঙানো বিশাল ছবি।
আমাকে আকড়ে থাকা শিশুসদনের
শেষ প্রার্থনা পুড়ে যাচ্ছে
গলির মুখ থেকে বিশেষ বাহিনীর তাড়া খেয়ে
আমি ছুটছি
অসুস্থ শহরের গলি, হাইওয়ে আমাকে
ঠাঁই দিতে না পেরে পুড়ে যাচ্ছে।
অতিরিক্ত মুনাফার লোভে পুড়ে যাচ্ছে
ঘৃণ্য ব্যবসায়ীর জিভ।
আমাদের সাহসের মাংস ফালি ফালি করে
দেবে বলে পুড়ে যাচ্ছে রাজনীতির ছুরি
আতশবাজির কারখানা পুড়ে যাচ্ছে
ক্ষুধায় পুড়ে যাচ্ছে রুগ্ন শিশু
মুখ বুজে পুড়ে যাচ্ছে জনতার বিবেক
দপ করে জ্বলে উঠবে বলে পুড়ে যাচ্ছে আমার চোখ।
১ Comment
অনেক সুন্দর লেখায় বাস্তবতার প্রকাশ