১৬৪ বার পড়া হয়েছে
বিরুদ্ধ যাত্রা
— রেজাউদ্দিন স্টালিন
যেতে হবে দীর্ঘ পথ অজানা আতঙ্কে কাঁপে বুক,
পাথর প্রতিম একা বাতাসের বিরুদ্ধে দাঁড়িয়ে
তীরের সন্ধান করি, প্রতিক‚ল সময়ের মুখ
অতিদ্রুত বেড়ে ওঠে অপেক্ষার অরণ্য ছাড়িয়ে।
নিঃসঙ্গ নাবিক আমি সমুদ্রের কৃষ্ণ করতলে
লবণ আর ফেনার চিহ্ন খুঁজি উষ্ণ উপকূল,
অন্ধকার পার হয়ে অভ্রভেদী তৃষ্ণার অতলে
পূর্ণ হোক সূর্যোদয়, কামনায় রেখেছি ব্যাকুল।
সুদীর্ঘ পথের কষ্ট, খাদ্যহীন ক্ষয়িষ্ণু শরীর
তারপর হাঙরের কান্তিহীন হিংস্র আচরণ,
এসব উপেক্ষা করে রাখতে হয় নিজেকে সুস্থির
সঙ্গোপণে ছদ্মবেশে যেন আর না আসে মরণ।
অনেক আশ্চর্য রাত্রি কেটে গেলে অবশেষে তীর,
ফেনার সৌরভ আর লবণের বদ্বুদ অধীর।