আকাঙ্ক্ষা পূর্ণ হলে
রেজাউদ্দিন স্টালিন
পৃথিবীর একটা নিয়ম আছে
যুক্তিসংগত – বিস্ময়কর
আমরা যখন মহাকাশ- সমুদ্র কিংবা
পাহাড়ের বিশালতা দেখি
আনত হই এবং চিন্তাকরি প্রতিদানের
যদি এই অপার জগৎ অনুরণিত
না হয় রক্তে ও হৃদয়ে
যদি নুয়ে না আসে কৃতজ্ঞতা
জন্ম তবে দিকভোলা পাখি
যারা বিস্ময়ের অনুসন্ধান করে
তারাই বাস কর স্বর্গে
বসন্তের বাতাস কানে -কানে কথা বলে
তারা চোখ ছাড়াই সবকিছু দেখে
শুকনো পাতা আবার সবুজ হয়ে ওঠে
ঝড়ে ভাঙা গাছ গৌতমের ছায়া দিতে
কোমর সোজা করে দাঁড়ায়
পাহাড় হাসিমুখে মহত্তম বাণীবাহককে
দরোজা খুলে দেয়
শিশুর কোমল পায়ের নিচে
মরুভূমি ছড়িয়ে দেয় ঝর্ণা
আকাশ ক্ষুধার্তদের জন্য
পাঠায় সুস্বাদু শিশির
অস্তিত্ব হলো সত্যের তলদেশ
আকাঙ্ক্ষা পূর্ণ হলে
মৃত্যুও মহৎ হয়ে ওঠে