স্বপ্নদেশ
রেজাউদ্দিন স্টালিন
যে নদীর সব জলই দুধ
যে মাটির সব ধুলোই সোনা
যে গাছের সব শাখাতে ফল
যে দেশের সব আকাশে চাঁদ
যে দেশের সব মানুষ তারা
যে পাখিরা লোকগানের দূত
যে পশুরা ভালোবাসায় নত
যে বাড়িতে লক্ষী নিয়মিত
যে আঙিনা ফুল ফসলে ভরা
যে পথের পানশালাতে প্রেম
যে জানালা খোলা রাখার কথা
যে দুচোখ স্বপ্ন দিয়ে গাঁথা
যে রাজার ন্যায় বিচার রীতি
যে প্রজার উঠোন জুড়ে আলো
যে পেয়াদা লোকের কাছে ভালো
যে জীবনে দুর্ভাবনা কম
যে সকালে সূর্য ওঠে রোজ
যে বরষা ফসল মাঠে-মাঠে
যে ভাষাতে মায়ের কথা মধু
যে বর্ণে স্বরসতীর খোঁজ
যে বাতাসে ঈসাখাঁদের বাড়ি
যে কেল্লা তীতুমীরের নাড়ি
যে তৃষ্ণা হিন্দু- মসলমান
যে শান্তি হৃৎকমলে জ্বলে
যে বৃন্তে বৌদ্ধ – খৃষ্টান
যে সমাজে স্বাধীন থাকে লোক
সে আশাটা সত্যি পূরণ হোক
১ Comment
অসাধারণ উপমার উপস্থাপন