২০৩ বার পড়া হয়েছে
আমি থাকবো আমার আমিত্বে
–/ তসলিমা হাসান
তোমার আঙিনায় ভোর হবে
কোকিল গাইবে গান,
আমি থাকবো না ৷
তোমার বাগানে ফুল ফুটবে
ঝরে যাবে প্রত্যহ,
ভ্রমরের হবে আনাগোনা
আমি থাকবো না ৷
তোমার কেশ বাতাসে উড়বে
দক্ষিণা হাওয়া দিবে দোলা।
তোমার শরীরে কম্পন
জাগাবে মৃত্তিকার ঘুম,
আমি থাকবো না ৷
তোমার প্রেম,
তোমার কাম,
তোমার হৃদয়
একাকার করে দেবে
ভিনদেশী কোন আগন্তুক,
আমি থাকবো না ৷
তুমি খেলে বেড়াবে
পৃথিবীর মাতানো রঙে,
তাতেই শুকোবে আমার অন্তিম মাটি ৷
আমি থাকবো না।
আমি থাকবো না তোমার গানে
তোমার রাগিণীভরা প্রাণে
রাগভরা ভ্রুকুটি চক্ষুতে,
আমি থাকবো শুধু আমার আমিত্বে ৷
১ Comment
দারুন কবিকে ধন্যবাদ