তুমি শুধু আমার
জানি না এ কোন মায়ায় আমি পড়েছি,
তোমাকে ছাড়তে গিয়েও বার বার তোমার প্রেমে পড়েছি।
হৃদয়ের বাঁধনে তোমায় বেঁধেছি,
এ হৃদয়ে তোমায় নিয়ে কতনা খুনসুটি।
মেঘের পালকের মত ভেসে ভেসে হারাবো দু’জন,
বৃষ্টি হয়ে ঝরবো যখন তখন।
আমার মনের নীল আকাশ দিবো তোমায় লিখে,
তুমি হারিয়ে যেওনা কবু আমায় রেখে।
বিষাদের যন্ত্রণা কেটে উঠলাম তোমার একটু ভালোবাসা পেয়ে,
তোমার ভালোবাসা রোজ সিক্ত হই আমি অবশেষে।
ফিরে এসে একবার দেখো এ মন হারায় তোমায় ভেবে,
পারবো না পারবো না কবু তোমায় হারাতে।
আজীবন তোমার অপেক্ষায় আছি,
এ মন তোমার তরে পড়ে রয় দিবানিশি।
কানাডা: ১১-০৯-২০২২
চলো আবার একসাথে হাঁটি
চলো হাঁটি…
পায়ে পা মিলিয়ে,হাতের আঙ্গুল ছুঁয়ে কোন অজানা পথে পা বাড়াই!আর তারপর?
তারপর না হয় দু’জন মিলে সেই অসীম দূরত্বের পথটার দূরত্বটাকে কমিয়ে আনবো!
চলো পাশাপাশি বসি…
তোমার শরীর ছোঁয়ার ইচ্ছেরা দায়সারা হোক এই বাহানায়!
টং এর দোকানে পাশাপাশি বসে দু’কাপ আদা চা কিংবা নদীর ধারে কোনো নিরিবিলি
জায়গায় বসে না হয় দু’জন গল্প করি, সেই ভালো!
তোমার দুঃখের গল্প শোনার সময়,
নদীর ঢেউয়ের শব্দে;তোমার কান্নার আওয়াজ আমার কান অবধি না পৌঁছাক!
এর থেকে ভালো,চলো আমরা আবার হাঁটি…
যে পথ মিশে গেছে আরেক পথের সাথে,
যে পথে কেউ কখনোই পা বাড়ায়নি!
বহুকাল পথিকের প্রতীক্ষায় ব্যাকুল হয়ে আছে যে পথ,সে পথে পা বাড়িয়ে না হয় দু’জন
পথিকের পথের তৃষ্ণা দূর করে দিবো!
যে পথে হাঁটতে গেলে পায়ে কাটা বিঁধবার ভয় নেই!
যে পথে কোনো বাঁধা নেই,নেই হারিয়ে যাওয়ার ভয়!
সেই পথেই চলো হাঁটি!
তোমার মুখ পানে তাকিয়ে যে পথে অবলীলায় গন্তব্যে পাড়ি দেয়া যায়,
সেই পথেই না হয় হাঁটি এবার।
চলো আবার দু’জন মিলেমিশে এক হয়ে যাই…
যেমন করে এক নদী মিশে গেছে অন্য নদীর বুকে,
তেমন করে না হয় আমরাও পরস্পরের বুকে মিশে যাই?
সকল দ্বিধা-দূরত্ব,হতাশার গ্লানি কিংবা না পাওয়ার কষ্ট ভুলে চলো আবার ভালোবাসি আমরা!
যতটা ভালোবাসলে পথ চলাটা দু’জনের খুব সহজ হয়,
যতটা ভালোবাসলে সারাজীবন পাশাপাশি থাকা যায়,
যতটা ভালোবাসলে হারানোর ভয় থাকে না,
যতটা ভালোবাসলে পরস্পরের বুকে কিংবা মনের সাথে মিশে যাওয়া যায়;
ঠিক ততটা ভালোবাসি আমরা!
লক্ষ্মীটি,
ফের আর একবার ভালোবাসবে আমায়?
ভালোবাসতে দিবে তো?
কানাডা: ০৯-০৯-২০২২
তুমি
একাকিত্ব আমায় পুড়াচ্ছে খুব,
আমার হয়েছে তোমারে
দেখিবার অসুখ!
কোথায় তুমি?
তোমারে খুঁজচ্ছি আমি,
ছন্নছাড়া পাখির মতো!
লিখছি চিঠি তোমার তরে,
অভিমান জমেছে যতো!
তুমি এসে দাও ধরা,
আমি যে হয়েছি দিশেহারা,
তোমারে খুঁজি আমি যতো
দূরে,আরো দূরে,
তুমি মিলিয়ে যাও ততো!
তুমি কি জানো?
তোমাকে ভালোবাসি কতো?
কানাডা: ০৮-০৯-২০২২
বৈপরীত্য আছে, থাক
তোমার আমার বৈপরীত্য আছে,
থাক না এমন,
আকাশ থেকে নেমে আসা হঠাৎ বৃষ্টির জলের মত!
থাক, বয়ে চলে যাক-এক অচেনা অজানা নদী বুকের ভিতর !
যদি তাতে আনন্দ-নদী-বন্যা
পুলক আনে মনে-
রাতের স্বপ্ন অথবা গভীর ঘুমঘোরে এসে কেউ যদি আলতো করে ছুঁয়ে দিয়ে যায়
কী এমন ক্ষতি বল তাতে !
অথবা যদি গভীর বাহুর বন্ধনে
আপন করে নেয় অনন্ত সময় ধরে!
কার বা কি আসে যায় তাতে ?
কানাডা: ০৯-০৯-২০২