দূর ছায়াপথে
এই পথেই তুমি হেঁটে গেছো
দূর থেকে বহুদূরে
তোমার পায়ের ছাপ
এখোনো আছে
বেদনার বালুচরে।
তাই নদী হয়ে বয়ে চলি
ছলছল সেই পথেই
তোমায় খুঁজে পেতে।
তোমায় খুঁজতে খুঁজতে
যদি আমিও হারিয়ে যাই
ঐ দূর ছায়াপথে
ভুল বুঝনা প্রিয়।
ভেবে নিও দূরত্ব টুকুই ছিল
আমাদের যাপিত জীবনে
মনে পড়লে খুঁজো আমায়
ঘুমহীন কোনো জোনাক জ্বলা রাতে।
যদি জলে ভরে আঁখি
ঘাসপাতা হয়ে মুছে দিবো
সোহাগি হাতে।
বাতাস হয়ে ছুঁয়ে দিব
মিষ্টি আবেশে
তোমার এলো চুলে।
আকাশ পানে চেয়ে দেখো
তারার বাসর সাজিয়ে
আছি হৃদয় খুলে।
কানাডা, ১৪-০৯-২০২২
তুমি শুধু আমার
জানিনা এ কোন মায়ায় আমি পড়েছি,
তোমাকে ছাড়তে গিয়েও বার বার তোমার প্রেমে পড়েছি।
হৃদয়ের বাঁধনে তোমায় বেঁধেছি,
এ হৃদয়ে তোমায় নিয়ে কতনা খুনসুটি।
পেঘের পালকের মত ভেসে ভেসে হারাবো দু’জন,
বৃষ্টি হয়ে ঝরবো যখন তখন।
আমার মনের নীল আকাশ দিবো তোমায় লিখে,
তুমি হারিয়ে যেওনা কবু আমায় রেখে।
বিষাদের যন্ত্রণা কেটে উঠলাম তোমার একটু ভালোবাসা পেয়ে,
তোমার ভালোবাসা রোজ সিক্ত হই আমি অবশেষে।
ফিরে এসে একবার দেখো এ মন হারায় তোমায় ভেবে,
পারবো না পারবো না কবু তোমায় হারাতে।
আজীবন তোমার অপেক্ষায় আছি,
এ মন তোমার তরে পড়ে রয় দিবানিশি।
কানাডা ১১-০৯-২০২২
ভালোবাসবো শুধু তোমায়
তুমি ভালোবাসো কি না জানি না,
শুধু এটুকু জানি!
আমার পুরো একটি জনম খুবই অল্প,
তোমায় ভালোবাসার তরে।
ভালোবাসি তোমায়,
ভালোবাসতে চাই আরো,
হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে।
জানি না তবুও তুমি ভালোবাসবে কি না আমায়,
আমি শুধু জানি,
সুযোগ পেলে আরো এক জনম,
ভালোবাসবো শুধু তোমায়।
কানাডা ১১-০৯-২০২২
২ Comments
Taslima Hasan’s poems depict love in a versatile as well as fascinating manner. It’s a pleasant experience to go through her poems in a rainy evening, with a mug of coffee….
Best wishes from Bangladesh for the revered poet.
Nice poem.Best wishes for you.