তোমার কাছে যেতে চাই:
তোমার কাছে আসবো ভেবে
স্বর্গসুখ প্রাপ্তি আমি,
ডুবে যাই কল্পনার গহীন সমুদ্রে।
দেখবো তোমার ঐ মায়া ভরা মুখ
সেই আশায় গুনছি প্রহর,
করছে বুক ধুক ধুক।
তোমার কথা ভেবে ভেবে
যেন কাটছে না প্রহর
এই মধুক্ষণ !
তন্দ্রাচ্ছন্ন আমি,
চেয়ে থাকি দূর আকাশ পানে
হারিয়ে যাই চাঁদের দেশে।
সেখানে বাঁধবো ছোট্র একটা ঘর
তুমি আমি নীল প্রজাপতি হয়ে।
উড়ে চলবো মনের সুখে,
প্রাণ জুড়াবো তোমায় ভালোবেশে।
নিরাশ করোনা প্রিয়, আজ আমারে !
ফিরিয়ে দিয়ো না তুমি শূন্য হাতে
ঠাঁই দিয়ো তোমার কর্মব্যস্ত জীবনে,
কোরিও স্মরণ স্মৃতির গাংচিলে।
আমি যে প্রেম কাঙ্গালিনী
তোমার নতুন গল্পের,
গল্পটা হবে ত্যাগ-তিতিক্ষা
মান-অভিমানের !
আঁকিও আমায় কলমের ডগায়
নানান রঙে-ঢঙে,
ছবিটা হবে কান্নাভরা, সর্বহারা
বিষাদময় জীবনের !
তোমার কাছে আসবো ভেবে
সেজেছি আমি নতুন বেশে।
কল্পনায় বিভোর হয়ে,
এঁকে চলেছি,
তসলিমা হাসান
কানাডা, ১২-০৯-২০২১