প্রেমের পরশ
গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত আমার শহর
পরিশ্রান্ত আমি ও আমার হৃদয়।।
বর্ষার শুরুতে তোমার আগমন
বৃষ্টির ধারার মতো ছুয়ে গেলো
আমার হৃদয়কে।।
শরতের কাশফুল আর শিউলিরা
শোনালো আগমনীর গান।
আর তোমার স্পর্শ
আমার হৃহৃদয়ে ঘটালো পরিবর্তন।
হেমন্তের শিশির ভেজা সকাল
আর আদর জড়ানো বিকাল
সব মিলিয়ে ভালোই কাটছিলো
আমার দিনকাল।।
শীতের কুয়াশাচ্ছন্ন রাতে
যখন আমি একা…..
মনে পড়ে তোমার কথা
হৃদয় চায় তোমার উষ্ণতা…..
তোমার ভালোবাসা।।
তারপর আসে
চির আকাঙ্খিত বসন্ত।
রঙ লাগে প্রকৃতিতে
রঙ লাগে পরিবেশে
রঙিন হয় ভালোলাগা….
রঙিন হয় ভালোবাসা।।
ভরিয়ে দিয়ে যায়…..
তোমাকে – আমাকে….
বসন্তের এই রঙের ছোঁয়া
এভাবেই জড়িয়ে থাকুক
তোমাতে–আমাতে।।
কানাডা,১২-১১-২০২২
তোমার প্রেমে উষ্ণতা চাই
তোমার প্রশ্বাসে অক্সিজেন হয়ে
পৌঁছাতে চাই তোমার ফুসফুসে।
অ্যালভিওলাসে গিয়ে প্রেম হয়ে মিশতে চাই প্রতিটি রক্তকণিকায়।
হৃদযন্ত্র হয়ে তোমার বুকের বাম পাশে থাকতে চাই।
থাকতে চাই তোমার শার্টের কলারের ঘাম হয়ে।
তোমাকে খুব করে কাছে পেতে চাই।
নরম তোয়ালে হয়ে স্নানের পরে ভেজা শরীরে তোমাকে জড়িয়ে
রাখতে চাই।
আমার কাঁধের একপাশে জড়ো করে রাখা অবিন্যস্ত চুল সরিয়ে
যখন তোমার চোখ চলে যায় আমার উন্মুক্ত পিঠে,
তখন তোমার ঐ অবাধ্য ঠোঁটে আমার ভেজা চুল সরিয়ে কাঁধে চুমু এঁকে দিবে।
তোমার ঠোঁটের স্পর্শ পেয়ে চারাগাছের মতো আন্দোলিত হয়ে উঠবো আমি ।
তোমার উষ্ণ নিঃশ্বাসের তাপে, বসন্ত এসে যেনো
ভর করবে আমার শরীরের প্রতিটি অণুতে অণুতে।
আমার পিয়ানোর রীডের শরীর যেনো বেজে উঠবে তোমার আঙুলের স্পর্শে।
পৃথিবীর সবচেয়ে মধুর সুরে
কে যেনো আড়াল থেকে বলে উঠবে—
আজ এই বিকেলের জন্য শুধু তুমি আমার..
আর আমি সহস্র প্রজাপতি হয়ে রাঙিয়ে দিবো
তোমার ক্লান্ত বিকেল।।
তসলিমা হাসান
কানাডা, ০৭-১১-২০২২
২ Comments
Very romantic and heart touching words of this 2 poetry and feeling proud .
Heartiest congratulations and best wishes to the Respected poet !!
Wanderfull.