তোমাকে ভালোবাসার পর থেকে
আমি প্রতিদিন তোমার প্রেমে পড়ি,
একবার নয়, দু’বার নয়, লক্ষ কোটি বার
আমি তোমার প্রেমে পড়ি।
তোমার সাথে প্রেম হাওয়ার পর,
গ্রীষ্ম বর্ষাও আমার কাছে বসন্ত বলে মনে হয়।
মনে হয় আষাঢ়ের অবিরাম বৃষ্টি ধারাও বুঝি
বসন্তেরই আরেক রুপ।
তোমার সাথে প্রেম হওয়ার পর,
মামুলি বাতাসও বসন্ত বাতাসের মতো আবেগীয় মনে হয় আমার কাছে।
মনে হয় সবুজ পাতা গুলোও যেনো এক একটি রঙ বেরঙের সুগন্ধি ফুল।
ছোট বা বড়ো কবিতা, প্রেমের অথবা বিরহের কবিতা,
সব কবিতাই মোহাবিষ্ট করে রাখে আমায় দিনের পুরোটা সময়,
শুধু তোমাকে ভালোবাসার পর থেকেই।
কানাডা,১৭-১০-২০২২
এসো হে প্রিয়
বৃষ্টি ছুঁইলেই তোমায় ছুঁয়ে দেখা হয়,
চম্বুক আবেশের মতো আমার চারদিক শুধু তুমিময়।
বৃষ্টির জলে তোমার শরীরের মাদকতার ঘ্রাণ,
তোমার স্পর্শে গাছের ফুল ও পাতাগুলো পায় প্রাণ।
তোমার চিবুক ছুঁয়ে বৃষ্টিজলের অবিরাম খেলা,
আমি নির্বাক হয়ে শুধু চেয়ে দেখি শ্রাবণ সন্ধ্যাবেলা।
প্রিয়,
শুনতে কি পাও?আজ বসন্ত এসে গেছে;
ফাগুন অভিষেকে পুরনো পাতারা যাবে ঝরে
নতুন পাতারা মেলবে পাখা,
আজ আর নয় আমাদের পেছনে ফেরা।
প্রিয়,আজ আর নয় শুধু স্মৃতিচারণ;
পড়ে থাকুক না পাওয়া বিষাদে ভরা গল্পগুলো,
আজ ফাগুন বাতাসে নতুন অনুভবে নিজেদের রাঙায়।
প্রিয়তম এসো তবে আজ হাঁটি একসাথে ঝরা পাতার পথে ফাগুনের যৌবন রাঙা এই ক্ষণে।
কানাডা,২৪-১০-২০২২
সন্ধান
সন্ধান করতে চাই,
মেঘলা দিনে এক চিলতে রোদ্দুরের;
প্রখর রোদে এক পশলা বৃষ্টির।
হোক না সন্ধান,
লক্ষ্যবিহীন নদীর মতো;
স্বার্থহীন যদির মতো।
সন্ধান পেতে চাই,
এমন একটি সমুদ্র সৈকত;
থাকবে সেথায় ভরসা ও বিশ্বাসের যাতায়াত।
সন্ধান চাই এমন এক বিশ্বের,
যেখানে থাকবে না কোনো দ্বন্দ্ব;
খুঁজবে না কেউ একে অপরের ভালো মন্দ।
সন্ধান হোক হৃদয়ের মাঝে হারিয়ে যাওয়া,
অন্তরে আছে যত চাওয়া পাওয়া;
বিশ্বস্ত দুটি হাত ও চোখের মায়া।।
কানাডা,২৬-১০-২০২২
১ Comment
অসাধারণ লেখা। কবি তাসলিমা হাসান এর প্রতি দোয়া ও শুভকামনা রইল।