ভালোবাসা
“ভালোবাসা” শব্দটা হয় না কখনো পুরানো..
হয় না কখনো মলিন..হয় না ধূসর কিংবা বর্ণহীন
যা শুধু রামধনুর রঙে রঙিন..
হোক না সেটা এপার কিংবা ওপারের..তারপরেও
ভালোবাসা তো শুধুই ভালোবাসা-ই!!
ভালোবাসি
আমি চাঁদকে ভালোবাসিনি,
আমি জোৎস্নাকে ভালোবাসিনি,
আমি মেঘকে ভালোবাসিনি,
আমি বৃষ্টিকে ভালোবাসিনি,
আমি সমুদ্রকে ভালোবাসিনি,
আমি পাহাড়কে ভালোবাসিনি,
আমি ফুলকে ভালোবাসিনি,
আমি পাখিকে ভালোবাসিনি,
আমি শুধু রোদ্দুরকে ভালোবেসেছি;
আমি শুধু পুড়ে যেতে ভালোবেসেছি,
অবহেলা আর আগুনের লেলিহান শিখায়,
আমি কেবল রোদ্দুরকে ভালোবেসেছি,
হাত বাড়ালেই জ্বলে যাবো জেনেও ভালোবেসেছি,
ঐ তেজে ছাই হবো জেনেও ভালোবেসেছি,
আমি দূরত্বকে ভালোবেসেছি,
আমি অস্পৃশ্যতাকে ভালোবেসেছি,
আমি শুধু দহনকে ভালোবেসেছি,
আমি শুধু যন্ত্রনাকে ভালোবেসেছি,
আমি আমার দীর্ঘশ্বাসকে ভালোবেসেছি,
আমি প্রতিদিনের মৃত্যুকে ভালোবেসেছি।
তসলিমা হাসান