ধোঁয়া ধোঁয়া প্রকৃতি
মনের ডানামেলা জানালা খুলে রেখেছি
দৃষ্টিকে ভরে দিয়ে, বিস্মিত সবুজ দেখব বলে।
বাতাসের পিছু পিছু কালো ধোঁয়ার বুদবুদ
গ্রাস করে ফেলে পাতা পাতা স্বপ্নকে,
বুকের ক্ল্যারিনেটের ভেজা সুরকে
আর আজলাভরা চাওয়াকে।
আহা সেই পুরোনো দিনগুলোর চৌকাঠ,
পা দিতেই ছিল সবুজ সবুজ কোলাহল,
এক আকাশ মেহগনি সুখের বজরা
দুচোখে তারায় ক্রিস্টাল শুদ্ধতা।
এখনও সকাল শুরু হয় তুলো তুলো সবুজ নিয়ে
শহরের মানুষ তাকে সাজায় ধূসর ধোঁয়ায়।
অভিমান
তোর ঠোঁট ফোলা অভিমানে,
সূর্যমুখি ফুলের আজ মুখ ভার।
তোর অভিযোগের কারনে,
শহরের কোলাহল আজ স্তব্ধ।
তোর নিশ্চুপ থাকায় আজ,
শহরে বৃষ্টির তেমন দেখা মেলে না।
তুই নিদ্রাহীন রাতের সঙ্গী বলে,
জোনাকিপোকা রাতে আর আলো ছড়ায় না।
তোর ওষ্ঠ কে চোখের অশ্রু স্পর্শ করে বলে,
ঈর্ষায় আজ নীল আকাশটা মেঘলা।
তোর মিষ্টি কণ্ঠে আজ বিষাদের সুর বলে,
পাখির কিচিরমিচির শব্দে তোর শহরকে আর মাতিয়ে রাখে না।
তোর ঘরের চৌকাঠ আজ বন্ধ বলে,
হিমেল হাওয়া তোর গৃহের বাতায়নে এসে কড়া নারে না।
অভিমানের দুয়ার আজ ভেঙ্গে,
কপাট খুলে চেয়ে দেখ,
প্রকৃতি শুধু তোর চঞ্চলতার অপেক্ষায়।
তবুও কি থাকবি করে এখনো অভিমান?
তসলিমা হাসান
কানাডা প্রবাসী কবি ও কথাসাহিত্যিক
১ Comment
congratulations