তোমাকে খুব মনে পড়ছে
তোমাকে খুব মনে পড়ছে,
ফোন করবো?
না থাক, তুমি বোধয় ব্যস্ত এখন অন্য কারো সাথে!
হঠাৎ আমার কলে যদি
তোমার প্রিয় মূহুর্তটি নষ্ট হয়।
তবু আমার মন মানছে না,
একবার করেই ফেলি!
কেমন আছো জিজ্ঞেস করি,
আচ্ছা আমার কন্ঠ শুনে তুমি রেগে যাবে না তো?
বিরক্ত হয়ে কলটা রেখে দেবে না তো?
তবুও দিয়েই দেখি একবার,
তোমাকে যে আজ খুব মনে পড়ছিলো,
তাই কল না করে থাকতে পারলাম না।
তুমি বিরক্ত হওনি তো?
………………
তোমাকে একনজর দেখার ব্যকুলতায়
আমার দু-চোখ অস্থির হয়ে আছে,
তাই তোমাকে জানাতে চেয়েছিলাম আমার দু’চোখের অস্থিরতা।
আচ্ছা আমার এই অর্থহীন অস্থিরতার কথা শুনে
তুমি খুব রাগান্বিত হবে না তো!
আমায় দু’চার করুন কথা শুনিয়ে দিবে না তো!
তুমি যাই বলো আমায়,
আমি জানিয়েই দিবো,
মনের বিরুদ্ধে গিয়ে কিভাবে থাকবো আমি, বলো?
………………..
খুব ভালোবাসি তোমায়,
অনেক দিন এই কথাটি তোমায় বলিনি আমি,
আজ খুব বলতে ইচ্ছে করছে,
এই কথা শুনে তুমি কি
আবার বিরক্ত হবে?
একবার বলেই দেখি!
ভালোবাসি….
প্রচন্ডভাবে তোমাকে ভালোবাসি বলেই আজ বেহায়ার মতো বলেই দিলাম আবারো “ভালোবাসি”!
তুমি প্লিজ বিরক্ত হয়ো না।
……………………
হুমায়ূন এর কথা অনুযায়ী বলে দিতেই ইচ্ছে হলো ,
তোমাকে খুব মনে পড়ছে তাই ফোন দিলাম।
খুব দেখতে হচ্ছে তাই জানিয়ে দিলাম।
খুব ভালোবাসি তাই বলে দিলাম।
?- তসলিমা হাসান
কানাডা: ০২-১০-২০২১
২ Comments
অনেক ভালো লাগলো লেখাটি।
very good job; congratulations,.