গা জুড়াতে চাই
ড. এস. এ. তালুকদার
তারিখঃ ২০/১০/২০২১
আমার আর সবুজ বনের পাশে বসে গোধূলি দেখতে মন চায় না।
নদীর কিনার ধরে গুণ টেনে যাওয়া মাঝিদের পিছে পিছে যেতে ইচ্ছে করে না।
ফেসবুকে বন্ধুদের খোঁজ নিতে ইচ্ছা করে না
সকালে পাখির গান ফুলের ঘ্রাণ আমায় আর টানে না।
চোখের জলে ভাসে যে প্রেমিক তার সাথে আলাপ করতে ইচ্ছা করে।
ইচ্ছা করে জেলে পাড়ার মানুষগুলোর সাথে কাঁদতে।
পূর্ণিমার চাঁদ আমার কাছে আর কবিতা হয়ে আসে না।
আমার মনটা এখন নিম তিতার মতো
যেখানে আর প্রেম আসে না ললিত কলা মূর্ছণা ওঠে না।
আমার এখন ইচ্ছা করে লাইফ জ্যাকেট ছাড়া সাগরে সাঁতার দিতে
আমার শরীরটা এখন সারাদিন জ্বলে
গল্প গান উপন্যাস বিষের মতো লাগে।
আমি এখন রাতভর চাঁদের সাথে কথা বলি ঘুম হয় না বলে
চাঁদ প্রচন্ড পাষাণ প্রকৃতির সব শোনে কিন্তু কাছে নেয় না।
খাঁচায় বন্দী যে পাখিটাকে এতোদিন প্রচন্ড ভালোবাসতাম
তার প্রতি আমার আর কোন মহব্বত নাই।
যদি চলে যায় যাক আমার বিষাক্ত শরীর মুক্তি পাক।
আমি আর নীল হজম করতে পারছি না
প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যাচ্ছি আর বিতৃষ্ণ হচ্ছি।
আমি সাগর জলে ভাসতে চাই
আমি আমার গা জুড়াতে চাই।
১ Comment
খুবই ভালো লাগলো পাঠে