“প্রিয়”
ভালো করে দেখো না প্রিয়
নির্ঘাত প্রেমে পরবে জানিও।
সাদা শাড়িতে লুকিয়েছি হ্নদয়
কাজল চোখে চোখ রেখো না প্রিয়।
জানি কাজের ফাঁকে আসো বকুল তলে
গন্ধ খুজো আজো প্রিয় ফুলে।
সাদা মেঘে আবেগ তোমার ঢাকো
আমার প্রতিচ্ছবি হ্নদয়ে কেনো আঁকো।
আমার স্থিরচিত্র কে করেছো বন্দি ফ্রেমে
সত্যিই কি পরেছো তুমি প্রেমে?
কি নিষ্পাপ তোমার ভালবাসার প্রকাশ
জেনে নিও প্রিয়, তুমি আমার ঐ নীল আকাশ।
“তুমি শুধু তুমি”
তুমি ছিলে আমার মহীরুহু,
আমার বটবৃক্ষ,
তোমার ছায়ায়,তোমার মায়ায়
আমি ছিলাম পরিতৃপ্ত।
তুমি ছিলে আমার আলোর মশাল,
তোমার হাত ধরে নির্ভয়ে হেঁটেছি,
আমি যে বহুকাল।
তুমি ছিলে আমার শ্রাবণের বারিধারা,
তাতে অবগাহন করে সিক্ত হয়েছে
আমার বসুন্ধরা।
তুমি ছিলে আমার মেঘমুক্ত স্বচ্ছ নীলাকাশ,
নির্বিঘ্নে ডানা মেলে উড়েছি আমি
সকাল, বিকেল, রাত।
তুমি ছিলে আমার জীবন মরণ,
আমার আরাধ্য ভালোবাসা,
তাইতো তোমায় নিয়ে গড়েছিলাম আমার
স্বপ্ন সুখের বাসা।
তুমি ছিলে আমার জ্ঞানের সমুদ্র,
সেই সমুদ্রে ডুব দিয়ে কুড়িয়েছি আমি
অনেক মণি মুক্তো।
তুমি ছিলে আমার সুখ দুঃখ,
আমার বেঁচে থাকার মন্ত্র,
তোমায় হারিয়ে আমি যে হয়েছি
দিশেহারা উদভ্রান্ত।
তুমি ছিলে আমার সুর,তাল,লয়
আমার জীবনের ছন্দ,
তোমার বিহনে এখন আমার
নিঃশ্বাস হয়ে আসে বন্ধ।
তোমার প্রজ্ঞা, তোমার মেধা, তোমার মুক্তচিন্তা,
দিয়েছে আমায় শক্তি সাহস,
পেরিয়েছি অনেক বাধা।
তোমার আনন্দ,তোমার হাসি,
আমার পরাণে বাজিয়েছে বাঁশী,
ওগো প্রিয়তম, শোনো কানেকানে,
আমি যে তোমায় বড় ভালোবাসি।
“শরৎ বেলা”
বর্ষা গিয়ে শরৎ এলো
খুশির দোলা দিয়ে,
তুলোর রঙে মেঘের ভেলা
করছে যে আজ কতো খেলা!
নানা রঙের ফুলের ডালা
সাজবে যে আজ শরৎ বেলা,
নদীর ধারে কাশ ফুলের মেলা!
সবুজ ধানের শিশির দোলা,
কৃষকের চোখে কতো স্বপ্ন খেলা
সোনালী ধানে ভরবে খেত,
ঘরে থাকবে আনন্দের রেশ!
সাদা নুপুর পরে পায়ে,
প্রকৃতি নিজেই মুগ্ধ নয়নে চায়!
নানা ফুলে সেজে,
আপন মনে নেচে যায়
খুশির ডানা দিয়েছে মেলে
নীল আকাশে উড়বে আজ,
মন প্রাণ উজাড় করে!
তসলিমা হাসান
কানাডা, ০১-১০-২০২২
২ Comments
অসাধারণ!ক্লান্তি হীন নব নিত্য নবীন শব্দ সংলাপে মুগ্ধতার আবির ছড়িয়ে লিখে চলেছেন পাঠকের জন্য সুন্দর সুন্দর কবিতা।লিখে যান ভাললাগা আরও কবিতা।
অভিনন্দন নিরন্তর কবি আপুকে।
সুন্দর কবিতাত্রয়। কবিকে শুভেচ্ছা।